চিনের দিক থেকে দিতে হবে রওনা, এভারেস্ট অভিযানেও করোনা-কাঁটা, চিন্তায় পর্বতারোহী দেবাশিস বিশ্বাস

Continues below advertisement
দশকপূর্তির এভারেস্ট অভিযান। সেখানেও করোনা-আতঙ্ক! অভিযান শুরুর আগে চিন্তার ভাঁজ বাঙালি অভিযাত্রীর কপালে। ২০১০ সালে প্রথম বাঙালি অসামরিক পর্বতারোহী হিসেবে এভারেস্ট জয় করেছিলেন বসন্ত সিংহ রায় ও দেবাশিস বিশ্বাস।সেই ঐতিহাসিক ঘটনার ১০ বছর পূরণ হচ্ছে এ-বছর। সেই দশকপূর্তির অভিনব উদযাপনে ফের এভারেস্ট পাড়ি দিচ্ছেন দেবাশিস বিশ্বাস। ১০ বছর আগে তাঁরা এভারেস্ট অভিযান করেছিলেন নেপালের দিক দিয়ে। এবার কিন্তু রুট-বদল। চিনের দিক থেকে শুরু হবে অভিযান। প্রথম বাঙালি হিসেবে দু’বার এভারেস্ট জয়ের বিরল নজিরের হাতছানি তাঁর সামনে। কিন্তু, তার পাশেই ক্রমশ দানা বাঁধছে আতঙ্ক। করোনা ভাইরাস, গোটা পৃথিবীর আতঙ্ক। চিনই যার আঁতুড়ঘর। যা নিয়ে চিন্তায় খোদ দেবাশিসও।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram