সবার বাড়িতে অনলাইন পরিষেবা নেই, তাই স্নাতকে নতুন করে পরীক্ষা নয়, জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
Continues below advertisement
পরীক্ষা তো বটেই, নতুন করে অভ্যন্তরীণ মূল্যায়নও নয়, সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের। এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী জানালেন, নতুন করে মূল্যায়নের সুযোগ নেই। সবার অনলাইন পরিষেবা নেই। তিনি জানান, বিএ-বিএসসি-তে ২০ শতাংশ কলেজ টেস্টের সর্বোচ্চ নম্বর। বি কমে সিমেস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নের সর্বোচ্চ নম্বর। স্নাতকে ৮০ শতাংশ বিগত পরীক্ষার সর্বোচ্চ নম্বর। স্নাতকোত্তরে ৮০ শতাংশ বিগত সিমেস্টারের সর্বোচ্চ নম্বর। বাকি ২০ শতাংশের সিদ্ধান্ত বিভাগীয় কমিটির হাতে।
Continues below advertisement
Tags :
B.Sc CU VC Sonali Chakraborty B.A B.Com Semester Online Exams ABP Live Calcutta University Vice Chancellor Abp Ananda