পাকিস্তানের +৯২ কোড থেকে ফোন করে তথ্য হাতানোর অভিযোগ, সতর্ক করতে হেল্পলাইন চালু করল সিআইডি

Continues below advertisement

পাকিস্তানের কোড নম্বর থেকে এরাজ্যে ফোন করে আর্থিক পুরস্কার জেতার টোপ দিয়ে মোবাইলের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ। নাগরিকদের সতর্ক হওয়ার পরামর্শ সিআইডি-র। অভিযোগ জানাতে চালু হল হেল্প লাইন নম্বর। সিআইডি সূত্রে খবর, 92 দিয়ে শুরু পাকিস্তানের কোড নম্বর থেকে ফোন করে লাকি ড্র জেতার টোপ দিয়ে ফোন আসছে এরাজ্যের বাসিন্দাদের কাছে। মিসড কল দেখে ওই নম্বরে ফোন করলে, মোবাইলের তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সিআইডি-র কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিআইডি। চালু হয়েছে হেল্প লাইন নম্বর। এগুলি হল, 14407, 79801-24487, 033-2449-0253। পাকিস্তানের এসটিডি কোড থেকে এধরনের ফোন এলে, হেল্প লাইনে অভিযোগ জানাতে বলা হয়েছে সিআইডি-র তরফে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram