নৈহাটিতে বিজেপি কার্যালয়ে আগুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার শাসক দলের
Continues below advertisement
বিজেপির পার্টি অফিসে অগ্নিকাণ্ড। পুড়ে ছাই কার্যালয়ের একাংশ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার নৈহাটির ঘোষ পাড়ার গরুর ফাঁড়ি এলাকার ঘটনা। দুই যুবকের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। তবে তারাই হামলাকারী কিনা, সেব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
এই ঘটনা বুধবার রাতের। আচমকাই বিজেপি কার্যালয়ে আগুন ধরে যায়। সেই সময় কার্যালয়ের ভিতরেই ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সদস্য সুব্রত দাস। কোনওক্রমে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন তিনি। তাঁর দাবি, তৃণমূলই আগুন লাগিয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এই ঘটনা ঘিরে থমথমে নৈহাটির ঘোষপাড়া গোটা এলাকা।
এই ঘটনা বুধবার রাতের। আচমকাই বিজেপি কার্যালয়ে আগুন ধরে যায়। সেই সময় কার্যালয়ের ভিতরেই ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সদস্য সুব্রত দাস। কোনওক্রমে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন তিনি। তাঁর দাবি, তৃণমূলই আগুন লাগিয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এই ঘটনা ঘিরে থমথমে নৈহাটির ঘোষপাড়া গোটা এলাকা।
Continues below advertisement