হাইভোল্টেজ তারে লেগে মাঝনদীতে নৌকায় আগুন! মৃত ১, অল্পের জন্য রক্ষা ৪ মৎস্যজীবীর
Continues below advertisement
হাইভোল্টেজ তারের সংস্পর্শে আসায় মাঝনদীতে নৌকায় আগুন। অগ্নিদগ্ধ মৎস্যজীবী। কোনওমতে জলে ঝাঁপিয়ে রক্ষা বাকি 8 জনের। ঘটনাস্থল হাওড়ার শ্যামপুর। স্থানীয় সূত্রে খবর, আজ নৌকাতে করে ৯ জন মাছ ধরতে যাচ্ছিলেন। সেই সময় ঘাটের পাশ দিয়ে যাওয়া হাইটেনশন তারের সংস্পর্শে চলে আসে নৌকাটি। তখনই নৌকায় আগুন লেগে যায়।
Continues below advertisement