Firhad Hakim: এক্তিয়ার বহির্ভূতভাবে কেউ গাড়িতে নীলবাতি-লাল বাতি লাগালে গাড়ি বাজেয়াপ্ত: ফিরহাদ

Continues below advertisement

বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতির ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। এপ্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "এক্তিয়ার বহির্ভূতভাবে কেউ গাড়িতে নীলবাতি-লাল বাতি লাগাতে পারবে না। অনুব্রতর ছিল না, যদি লাগিয়ে থাকে খুলে দেবেন। এক্তিয়ারের বাইরে গিয়ে কেউ গাড়িতে নীলবাতি-লালবাতি লাগালে বাজেয়াপ্ত করে নেওযা হবে।' পুলিশকে পুরসভার তরফে আরও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram