Fuel Price Drop: পেট্রোল-ডিজেলে এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র, কী করবে পশ্চিমবঙ্গ সরকার? | Bangla News

Continues below advertisement

পেট্রোল-ডিজেলে এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্রীয় সরকার। সামান্য় হলেও পেট্রোপণ্য়ের দাম কমেছে। বিজেপি শাসিত প্রায় ১০টি রাজ্য সরকার পেট্রোপণ্য়ের উপর ভ্য়াট কমিয়েছে। অবিজেপি শাসিত ওড়়িশা ও সিকিম সরকারও ভ্য়াট কমিয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল সরকারও কি মানুষকে রেহাই দিতে পেট্রোপণ্য়ের উপর ভ্যাটের পরিমাণ কমাবে? এটাই এখন সবচেয়ে প্রশ্ন। জ্বালানি তেলের সঙ্গে পরিবহণ খরচ ও কেন্দ্রীয় শুল্ক ধরে ঠিক হয় প্রাথমিক দাম। তার উপর বসে রাজ্য়ের যুক্ত মূল্য় কর বা ভ্যাট। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram