Subrata Mukherjee Demise: বঙ্গ রাজনীতিতে ইন্দ্রপতন! প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় | Bangla News

Continues below advertisement

বঙ্গ রাজনীতিতে ইন্দ্রপতন! একটা অধ্যায়ের সমাপ্তি! চলে গেলেন বঙ্গ রাজনীতির প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সুব্রত মুখোপাধ্যায়! ১৯৭১ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন সুব্রত মুখোপাধ্যায়। ২০২১ সালে শেষবার। অর্থাৎ, ৫০ বছরের পরিষদীয় রাজনৈতিক জীবন।

জীবনে প্রথমবার বিধানসভা ভোটে লড়েই জয়ী হয়েছিলেন সুব্রত। আর দ্বিতীয়বার বিধায়ক হয়েই মন্ত্রী। রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী হওয়ার রেকর্ডও এখনও সুব্রত মুখোপাধ্যায়েরই ঝুলিতে। মাত্র ২৬ বছর বয়সে। প্রথম মন্ত্রী হন ১৯৭২ সালে। তখন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়। ৩৯ বছর পর ২০১১ সালে ফের মন্ত্রী হয়ে মহাকরণে প্রবেশ। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুব্রত মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে যদি কিছু অপূর্ণ থেকে থাকে, তাহল সাংসদ হিসাবে সংসদে প্রবেশ করতে না পারা। ২০০৯ সালে কংগ্রেস প্রার্থী হিসাবে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হন। ২০১৯ সালেও সেই বাঁকুড়া কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী হিসাবে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের কাছে পরাজিত হন সুব্রত মুখোপাধ্যায়। বঙ্গ রাজনীতির সবচেয়ে বর্ণময় চরিত্রদের অন্যতম ছিলেন তিনি। ছয়ের দশকের শেষের দিকে যাঁদের হাত ধরে বাংলার ছাত্র রাজনীতি এক নতুন উচ্চতায় পৌঁছেছিল, তাঁদেরই একজন ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।

জেলা থেকে কলকাতায় পড়তে আসা। বঙ্গবাসী কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে আলাপ৷ তারপর, কংগ্রেসের রাজনীতিতে হাতেখড়ি। প্রিয়-সুব্রত-সোমেন....একসুরে তখন উচ্চারিত হত এই তিনটি নাম। ১৯৭২ সালে সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য হন সুব্রত মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গের সর্বকনিষ্ঠ মন্ত্রী। তারপর ইন্দিরা গাঁধীরও ঘনিষ্ঠ হয়ে ওঠা। সুব্রত মুখোপাধ্যায় চলে যাওয়ায় সাতের দশকে বঙ্গ রাজনীতির তিন দামাল ছেলের সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল।

১৯৮৪ সালে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস প্রার্থী করার নেপথ্যেও ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।

পাঁচ দশকেরও বেশি রাজনৈতিক জীবনে সবসময় বামেদের উল্টোদিকে লড়াই করেছেন। কিন্তু, শ্রমিক নেতা হিসাবে আবার সেই বামেদের শ্রমিক সংগঠনের সঙ্গে একযোগে লড়তেও পিছু হঠেননি। সদা হাস্যমুখ...নিজের দল থেকে বিরোধী...সবার সঙ্গে বন্ধুত্ব। এই ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।

দশকের পর দশক ধরে বিধায়ক, কলকাতা পুরসভার মেয়র, মন্ত্রী। যখন যে দায়িত্ব পেয়েছেন, তখনই সাফল্যের সঙ্গে তা পালন করেছেন সুব্রত মুখোপাধ্যায়।

গতকাল রাতে পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ডে রাখা হয় সুব্রত মুখোপাধ্যায়ের মৃতদেহ। আজ সকাল ১০ থেকে দুপুর ২টো পর্যন্ত, শ্রদ্ধা জানানোর জন্য রবীন্দ্রসদনে মরদেহ রাখা থাকবে। দুপুরে বালিগঞ্জের ফ্ল্যাটে নিয়ে আসা হবে মৃতদেহ। এরপর শেষকৃত্য হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram