গোবরডাঙায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
Continues below advertisement
হাবড়া, ঠাকুরনগরের পর এবার গোবরডাঙায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ফের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের অপসারণ দাবি করে পোস্টার। ঠাকুরনগরের মতো গোবরডাঙা স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপি বাঁচাও মঞ্চের নামে দলের নেতার অপসারণ চেয়ে পোস্টার লাগানো হয়েছে। এর আগে মঙ্গলবার মণ্ডল সভাপতির নাম ঘোষণাকে কেন্দ্র করে প্রকাশ্যে আসে বিজেপির গোষ্ঠীকোন্দল। বারাসাতের রাস্তায় নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ান বিজেপির কর্মী-সমর্থকরা। যাঁর অপসারণের দাবিতে এই পোস্টার, সেই শঙ্কর চট্টোপাধ্যায় গতকাল গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে এর জন্য তৃণমূলকে দায়ী করেন। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
Continues below advertisement