ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর জন্য আগাম সতর্কতা, কাকদ্বীপ, দিঘা, মন্দারমণি, তাজপুরে চলছে মাইকে প্রচার, পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ

Continues below advertisement
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর জন্য আগাম সতর্ক দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর সহ উপকূলবর্তী এলাকায় চলছে মাইকে প্রচার। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় জলোচ্ছ্বাস আটকাতে ফেলা হচ্ছে পাথর। পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। যে সমস্ত মৎস্যজীবী ওড়িশা উপকূলে রয়েছেন, তাঁদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি। সমুদ্র তীরবর্তী কয়েকটি সেন্টারকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram