Haridebpur: ঋণ শোধ না করায় বাজেয়াপ্ত হওয়া অটোর মধ্যে বিপুল অস্ত্র!।Bangla News
Continues below advertisement
খাস কলকাতায় জনবহুল এলাকায় অটোর মধ্যে মিলল বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র। এই ঘটনায় মিলল নতুন তথ্য। হরিদেবপুরের মিলনী ক্লাবের পক্ষ থেকে গ্যারেজ ভাড়া দেওয়া হয় একটি ফিন্যান্স কোম্পানিকে। তারা তিনটি অটো বাজেয়াপ্ত করে গ্যারাজে রেখেছিল। তার মধ্যে একটি অটো থেকে উদ্ধার হয় ১৯টি তাজা বোমা, একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। । ঋণ শোধ করতে না পারায় অটো বাজেয়াপ্ত করেছিল ওই ফিন্যান্স কোম্পানি।
Continues below advertisement
Tags :
ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Haridebpur Guns Bombs Found এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ হরিদেবপুর Haridebpur News Haridebpur Arms Recover Bomb Recovered From Auto Haridebhgj Latest News