বিজেপি বিধায়কের সুইসাইড নোটে কী লেখা আছে? জানালেন তদন্তকারী অফিসার
Continues below advertisement
উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। পুলিশের দাবি, পকেট থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতে কয়েকজনের নাম উল্লেখ। হাত বাঁধা অবস্থায় কীভাবে আত্মহত্যা, প্রশ্ন মৃত বিধায়কের স্ত্রীর। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ।
Continues below advertisement
Tags :
Hemtabad Murder ABP News Live Bengali BJP Leader Death BJP Mla Death ABP Ananda LIVE North Dinajpur Abp Ananda TMC BJP