INC : প্রদেশ কংগ্রেস দফতরে BJP-র হামলার প্রতিবাদে মৌলালি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত কংগ্রেসের মিছিল

ABP Ananda LIVE :গতকাল প্রদেশ কংগ্রেস দফতরে BJP-র হামলার প্রতিবাদে মৌলালি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত কংগ্রেসের মিছিল ।

আরও খবর...

মালদায় রেলের কাজ, হাওড়া-শিয়ালদা-কলকাতা থেকে বাতিল উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেন

মালদা ডিভিশনে ইয়ার্ড পুনর্নির্মাণ ও নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল। কলকাতা , হাওড়া থেকে উত্তরবঙ্গ যেতে হলে যে কোনও ট্রেনকেই মালদার উপর দিয়েই যেতে হয়। তাই হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হল। এছাড়া উত্তর-পূর্বগামী ট্রেনগুলিও মালদার উপর দিয়ে যায়। তাই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করতে হয়েছে। 

রেলওয়ে জানিয়েছে, বাতিল ট্রেনের তালিকায় রয়েছে  - 

  • বাতিল ট্রেনের তালিকায় রয়েছে শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস
  • কামাখ্যা পুরী এক্সপ্রেস
  • শিয়ালদা-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস। 
  • কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস।
  • শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
  • হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ।
  • রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস।
  • শিলচর-শিয়ালদা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন।  

    লোকাল ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত শান্তিপুরের লাইনে 
    এছাড়াও পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনে ট্রামওয়ে টাইপ ওভারহেড ইক্যুয়িপমেন্ট রক্ষণাবেক্ষণ কাজের জন্য, আজ, শনিবার ( ৩০ ও ৩১.০৮.২০২৫ তারিখ ) শনিবার ও রবিবার মধ্যবর্তী রাত্রিতে ২ ঘণ্টা ৩০ মিনিটের জন্য (০০.৩৫ ঘ. থেকে ০৩.০৫ ঘ. পর্যন্ত) পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। এর দরুণ কয়েকটি লোকাল ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে। 
  • ৩১৫৪২ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল ৩০.০৮.২০২৫ তারিখে বারাকপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
  • ৩১৫১১ আপ শিয়ালদহ-শান্তিপুর লোকাল ৩১.০৮.২০২৫ তারিখে বারাকপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
    ব্লক চলাকালীন ট্রেন চলাচলে দেরি হতে পারে। 'অসুবিধার জন্য দুঃখিত', জানিয়েছে রেল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola