‘চিনা সেনাকে সরতে হবে, মানতে হবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা’, তবেই ফের বিশ্বাসের আবহ, জানাল ভারত
Continues below advertisement
সরতে হবে চিনা সেনাকে। মানতে হবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা। তবেই ফের বিশ্বাসের আবহ তৈরি হবে। কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে চিনকে সাফ জানিয়ে দিল ভারতীয় সেনা। তবে গ্লোবাল টাইমসের দাবি, পিছু হটতে রাজি হয়েছে দু’দেশ। শুক্রবার লাদাখ যাবেন রাজনাথ সিং। সঙ্গে থাকবেন সেনাপ্রধান।
Continues below advertisement
Tags :
India-China Conflct ABP News Live Bengali LAC ABP Ananda LIVE Rajnath Singh Chinese Abp Ananda India Ladakh