২৮ তারিখের ঘটনা রাজ্যের পক্ষে অন্ধকার দিন, মন্তব্য রাজ্যপালের, ওনার অভিজ্ঞতা নেই, সবসময় আলোতে কাটিয়েছেন, পাল্টা পার্থ

Continues below advertisement
২৬ জানুয়ারির সৌহার্দ্য এখন অতীত। মঙ্গলবারের পড়ুয়াদের একাংশের বিক্ষোভের পর, রাজ্য-রাজভবনের মধ্যে ফের সংঘাতের আবহ। মঙ্গলবার ছাত্রদের একাংশের বিক্ষোভের জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও যোগ দিতে গিয়েও, ফিরে আসতে হয় রাজ্যপাল জগদীপ ধনকড়কে। বুধবার সাংবাদিক বৈঠকে তা নিয়েই রাজ্য সরকার ও পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন রাজ্যপাল। এই ইস্যুতেই পাল্টা তাঁর উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।
রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড় দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে রাজ্য-রাজভবনের সংঘাতের সাক্ষী থেকেছে রাজ্য। রাজ্যপালের অভিযোগ, তিনি সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার চেষ্টা করলেও, তা বজায় রাখা হচ্ছে না। মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডিলিট তুলে দেওয়া হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এই অনুষ্ঠানে যোগ দিতে, মঙ্গলবার বেলা বারোটা চল্লিশ মিনিট নাগাদ নজরুল মঞ্চে পৌঁছন আচার্য তথা রাজ্যপাল। কিন্তু, তাঁর গাড়ি দেখা মাত্র শুরু হয়ে যায় বিক্ষোভ। নজরুল মঞ্চের ভিতরে-বাইরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শেষপর্যন্ত গ্রিনরুমে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেই ফিরে যান রাজ্যপাল। এদিন তা নিয়ে আক্ষেপের সুর ধরা পড়ে রাজ্যপালের গলায়। শাসক-রাজ্যপাল সংঘাত এ রাজ্যে নতুন না হলেও, জগদীপ ধনকড়ের সঙ্গে বর্তমান সরকারের সংঘাত প্রায় প্রতিদিনই নতুন নজির গড়ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram