Joyprakash Majumdar: 'রাজ্যপাল সব বিষয়ে প্রশ্ন করতে পারেন কিন্তু নাক গলাতে পারেন না', নিজের ট্যুইটের ব্যাখ্যায় বললেন জয়প্রকাশ | Bangla News

Continues below advertisement

‘রাজ্যের সঙ্গে দ্বন্দ্বে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ কি উপকৃত হচ্ছে? সংবাদমাধ্যম ও ট্যুইটই কি সব কিছু সমাধান করবে? আপনার অবস্থান কি শাসকদলকেই সহানুভূতি জোগাচ্ছে না? মানুষ আপনার থেকে প্রকৃত রাষ্ট্রনেতার মতো আচরণ প্রত্যাশা করে", ট্যুইটে রাজ্যপালকে খোঁচা বিজেপির সাময়িক বরখাস্ত নেতা জয়প্রকাশ মজুমদারের (Joyprakash Majumdar)। এর ব্যাখ্যা দিয়ে জয়প্রকাশ মজুমদার বলেন, "গণতন্ত্রের সবচেয়ে বড় কথা যে লড়াই হবে নির্বাচনে। নির্বাচনে যে জিতে আসবেন, তাকে মেনে নিতে হবে। সেই জায়গা থাকা দরকার। না মেনে সংঘাতের জায়গায় গেলে ক্ষতি হয় সাধারণ মানুষের। রাজ্যপাল সব বিষয়ে প্রশ্ন করতে পারেন কিন্তু নাক গলাতে পারেন না।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram