কালীঘাটে পুজো দেবেন ভাবছেন? জেনে নিন নিয়মাবলী
Continues below advertisement
আজ থেকে খুলল কালীঘাট মন্দির। প্রতিদিন মন্দির খোলা থাকবে সকাল ৬টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৪টে থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত। সতর্কতাবিধি মেনে এক এক বারে ১০ জন করে দর্শনার্থীকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ২ নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করবেন পুণ্যার্থীরা। প্রবেশপথে বসানো হয়েছে স্যানিটাইজেশন টানেল। গর্ভগৃহে ঢোকা নিষেধ। এরপর ৪ নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবেন দর্শনার্থীরা। ফুল-মালা অথবা পুজোর ডালা নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। পাওয়া যাবে না চরণামৃত।
Continues below advertisement
Tags :
Temple In Kolkata ABP News Live Bengali Unlock Two ABP Ananda LIVE Kalighat Temple Abp Ananda Kolkata