অঙ্গদাতা পুত্র, পিতা অঙ্গ গ্রহীতা! কলকাতায় ছেলের লিভারের অংশ প্রতিস্থাপন বাবার শরীরে
Continues below advertisement
দক্ষিণ ভারত, দিল্লিতে যা হয়নি, তা হল কলকাতায়। বসিরহাটের বাসিন্দা এক রোগীর লিভারের জটিল অস্ত্রোপচার করলেন এসএসকেএম হাসপাতালের চিকিত্সকরা। ছেলের লিভারের অংশ প্রতিস্থাপন করা হল তাঁর বাবার শরীরে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা ৪৭ বছরের রঞ্জিত কুণ্ডুর উল্টো অভিজ্ঞতাই হল। দীর্ঘদিন ধরে লিভারের জটিল অসুখে ভুগছিলেন তিনি। বছর দেড়েক আগে ধরা পড়ে সিরোসিস অফ লিভার। ভিনরাজ্যে চিকিত্সার জন্য পাড়ি দিয়েছিলেন রঞ্জিত। পরিবার সূত্রে খবর, সেখানকার চিকিত্সকরা জানিয়ে দেন, লিভার প্রতিস্থাপন ছাড়া গতি নেই। দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতাল, দিল্লির হাসপাতাল ঘুরে ফের রাজ্যে ফিরে আসেন রঞ্জিত।
Continues below advertisement