বিভিন্ন রাজ্যের সঙ্গে তথ্য মিলিয়ে পরিযায়ী শ্রমিকদের ফেরত আনা হচ্ছে : স্বরাষ্ট্রসচিব
স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, ১৪টি রাজ্যের সঙ্গে তথ্য মিলিয়ে পরিযায়ী শ্রমিকদের ফেরত আনা হচ্ছে। ৭টি ট্রেনের মধ্যে ২টি ট্রেন ইতিমধ্যেই এসেছে। ১৪টি রাজ্যে আটকে পড়াদের তালিকা তৈরি হয়েছে। সীমানায় স্বাস্থ্য কেন্দ্রগুলিকে বিকেন্দ্রীকরণের চেষ্টা চলছে। বিদেশ থেকে ফেরতদের জন্য বিমানবন্দরে ক্যাব পরিষেবা। ভিন রাজ্য থেকে ফিরলেই করা হবে সবার স্বাস্থ্য পরীক্ষা।