Laxmi Puja 2021: অগ্নিমূল্য বাজার, লক্ষ্মীর ভোগের নাড়ুর নারকেল কিনতে হাতে লাগছে ছ্যাঁকা| Bangla News
Continues below advertisement
লক্ষ্মীপুজো মানেই নারকেল নাড়ু৷ দাম বেড়েছে নারকেলের। এমনকি বানানোর ঝক্কিও নেহাত কম নয়। তবু ঘরে ঘরে আজও নাড়ু তৈরির চল অমলিন। অন্যদিকে বৃষ্টির জন্য ফুলের বাজারও চড়া। নারকেল হোক বা তিল, চিঁড়ে হোক বা খই, মুড়কি বা মুড়ি আট থেকে আশি নাড়ু শুনলেই জিভে জল। আর লক্ষ্মীপুজোয় নাড়ু না হলে যেন প্রসাদের বারোয়ানাই ফাঁকি। এদিকে এক পিস নারকেল কিনতে গুনতে হচ্ছে, ৩০-৬০ টাকা। এখন দোকানে রেডিমেড মিললেও লক্ষীপুজোর আগে নাড়ু তৈরির রীতিতে ছেদ ফেলতে চাননা অনেকেই। নাড়ু তৈরিও উৎসবের চেয়ে কোনও অংশে কম নয়। নাড়ু তৈরির করতে বসেও মনে পড়ে যায় ছোটবেলার কথা। সবমিলিয়ে, স্বাদে-গন্ধে নাড়ুর আকর্ষণ আজও একই রকম।
Continues below advertisement
Tags :
Kolkata ABP Ananda Entertainment Laxmi Puja ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Lokkhi Pujo Narkel Naru Naru Coconut Laxmi Puja 2021 Laxmi Pujo Kojagori Lokkhi Puja Coconut Price Hike Special Sweet Naru