আতঙ্কের অবসান, আলিপুরদুয়ারে চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

Continues below advertisement
আলিপুরদুয়ারের মাদারিহাটের চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন গ্যাড়গেন্দা চা বাগানে চিতাবাঘটি হানা দিচ্ছিল। এনিয়ে আতঙ্ক ছড়ায়। আশপাশের আরও কয়েকটি বাগান মিলিয়ে মোট ৬টি খাঁচা পাতে বন দফতর। গতকাল রাতে গ্যাড়গেন্দা চা বাগানের ২৩ নম্বর সেকশনে খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। চিতাবাঘটিকে উদ্ধার করে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান জলদাপাড়া বন বিভাগের লঙ্কাপাড়া রেঞ্জের কর্মীরা। সেখানে চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে বন দফতর সূত্রে খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram