মালদার দ্বিতীয় ফরাক্কা সেতু তৈরিতে ব্যবহার হয় নিম্নমানের সামগ্রী, অভিযোগ এলাকাবাসীর
Continues below advertisement
মালদার নির্মীয়মাণ দ্বিতীয় ফরাক্কা সেতু বিপর্যয়ে নতুন তথ্য। এধরনের সেতুকে বলে প্রি স্ট্রেস গার্ডার ব্রিজ বা প্রি স্ট্রেস গার্ডার অ্যান্ড ডাবল টায়ার ব্রিজ। প্রথমে ভাঙে বিয়ারিং। এরপর সেতুরই দুটি জায়গায় গার্ডার ভাঙে। গার্ডার বসানোর সময় পদ্ধতিগত ত্রুটি ছিল কিনা, উঠছে প্রশ্ন। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, পদ্ধতিগত ত্রুটি ছিল না। নিয়ম অনুযায়ী, লঞ্চারের মাধ্যমে দুটি পিলারের মাঝে গার্ডার বসাতে হয়। এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছিল কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এলাকাবাসীর দাবি, সেতু তৈরিতে ব্যবহার করা হয় নিম্নমানের সামগ্রী।
Continues below advertisement