সিএএ-এনআরসি বিরোধিতায় ক্রান্তি মোর্চার ডাকে ভারত বন‍্‍ধ, প্রভাব বাঁকুড়া, মালদায়

Continues below advertisement
সিএএ বাতিল ও এনআরসির বিরোধিতায় বহুজন ক্রান্তি মোর্চার ডাকে ভারত বনধ। আদিবাসী সংগঠনের ডাকা এই বনধের প্রভাব পড়েছে বাঁকুড়া। বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে হাতে গোনা কয়েকটি বাস চললেও, সমস্ত বেসরকারি বাস বন্ধ। বাঁকুড়া থেকে পার্শ্ববর্তী জেলাতেও যাচ্ছে না কোনও বাস।  রাস্তায় বেরিয়ে দুর্ভোগ পড়েছেন যাত্রীরা। এদিন বনধের সমর্থনে কাউকে রাস্তায় নামতে দেখা যায়নি। এমনকী বনধের সমর্থনে কোনও প্রচার মিছিল হয়নি। তারপরও কেন বন্ধ বাস। বাস  মালিকদের দাবি নিরাপত্তার কারণে তারা আজ বাস বন্ধ রেখেছেন। মালদার হবিবপুরে বহুজন ক্রান্তি মোর্চার ডাকে বনধের সমর্থনে রাস্তা অবরোধ। আধ ঘণ্টা পর অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ। পুরাতন মালদায় কিছুক্ষণের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram