Mamata Banerjee: বাংলার শিল্পবান্ধব পরিবেশ তুলে ধরে বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর | Bangla News
২০২২-এর ২০ ও ২১ এপ্রিল হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার ৫ মাস আগে মুম্বইয়ে গিয়ে শিল্পপতিদের সামনে বাংলায় বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বাংলাই এখন বিনিয়োগের ডেস্টিনেশন, বুধবার বাণিজ্যনগরীতে শিল্পপতিদের সঙ্গে আলাপচারিতায় তা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিনিয়োগের পরিকাঠামো সম্পর্কে বলতে গিয়ে তিনি দাবি করেন, ‘বাংলায় ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে। জমির সমস্যা নেই। জমি চাইলে, সরকারই তার ব্যবস্থা করবে।’
এছাড়া মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, ‘বাংলায় শ্রমদিবস নষ্ট হয় না। ইউনিয়নের সমস্যা নেই। লোডশেডিং হয় না।’
একইসঙ্গে বিগত বছরে পশ্চিমবঙ্গ সরকারের সাফল্য সম্পর্কে মুখ্যমন্ত্রীর দাবি, ‘রাজ্যের GSDP তিন গুণ বেড়েছে, চারগুণ বেড়েছে রাজস্ব।’
কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশন থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সামাজিক সুরক্ষা প্রকল্প যে রাজ্যের অগ্রাধিকার, তা এদিন বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। দেউচা পাঁচামি প্রকল্প নিয়ে কর্মসংস্থান নিয়ে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের উদ্দেশে তিনি বলেন, ‘পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হচ্ছে বাংলায়। তার ফলে আগামী ১০০ বছরে রাজ্যে বিদ্যুতের অভাব হবে না। তাজপুরে তৈরি হচ্ছে নতুন সমুদ্র বন্দর।’
মুখ্যমন্ত্রী দাবি করেন, দেশজুড়ে আর্থিক মন্দার মধ্যেও বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে।
বাণিজ্যিক সংগঠন ইয়ং প্রেসিডেন্ট অর্গানাইজেশন আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের একাধিক শিল্পপতি। সেখানে শিল্পের পাশাপাশি উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গও। ‘খেলা হবে’ স্লোগান নিয়েও শিল্পপতিদের কৌতুহল তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগানের ব্যাখা হিসেবে বলেন, ‘জীবনের যে কোনও ক্ষেত্রে মাঠে নেমে খেলতে হবে। যার মধ্যে জয়ের প্রবল ইচ্ছে, দৃঢ়সঙ্কল্প, আত্মপ্রত্যয় থাকতে হবে। তাহলে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছনো যায়। এটাই খেলা হবে।’
শিল্পপতিদের সঙ্গে বৈঠকে, মুম্বইয়ের বিশিষ্ট শিল্পপতি নিরঞ্জন হীরানন্দানিও বাংলায় বিনিয়োগ করার জন্য সওয়াল করেন। সওয়াল করেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কাও।