আনন্দ সকাল (৩): নবান্ন অভিযানের ডাক দিতেই মুখ্যমন্ত্রী পালিয়ে গেছেন, খোঁচা সৌমিত্র খাঁ-র
Continues below advertisement
নবান্ন অভিযানের আগে ইতিমধ্যেই বিজেপি কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেছেন। মিছিল আটকানোর প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল কাল বিকেল থেকেই। সাঁতরাগাছিতে ইতিমধ্যে ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। কলকাতার দিকে যাওয়ার রাস্তা ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। রাখা হয়েছে জল কামান, মোতায়েন র্যাফ। রয়েছেন বিরাট সংখ্যায় পুলিশকর্মীরাও।
"নবান্ন অভিযানের ডাক দিয়েছি আর মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছেন। তাঁরা ৭০ শতাংশ হেরে গেছে", মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র । ডানকুনিতে তাঁদের গাড়ি আটকানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
"নবান্ন অভিযানের ডাক দিয়েছি আর মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছেন। তাঁরা ৭০ শতাংশ হেরে গেছে", মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র । ডানকুনিতে তাঁদের গাড়ি আটকানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
Continues below advertisement