Mamata Banerjee : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, তুঙ্গে তরজা| Bangla News

Continues below advertisement

বন্যা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চার পাতার চিঠিতে ফের DVC-কে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন তিনি। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

‘বিগ ক্রাইম’ বলে আক্রমণ করে, রাজ্যের ৮ জেলায় বন্যা পরিস্থিতির জন্য, DVC-কে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ‘ম্যান মেড বন্যা’র অভিযোগ তুলে, বন্যা পরিস্থিতির জন্য ফের DVC’কেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী। ২ মাসের ব্যবধানে আবারও প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৪ পাতার চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আগে দেওয়া চিঠিতে (৪ অগাস্ট) আমি উল্লেখ করেছি, ‘ম্যান-মেড বন্যা’ কীভাবে দক্ষিণবঙ্গের মানুষের জীবনে বারবার বিপর্যয় ডেকে আনছে। পরিকাঠামো ও প্রশাসনিক স্তরে কেন্দ্রীয় সরকার নজর না দিলে, এই রাজ্যের নিচু এলাকাগুলিতে এই বিপর্যয় চলতেই থাকবে। ৩০ সেপ্টেম্বর থেকে, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিতভাবে জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে, এই রাজ্যের বিভিন্ন জেলা শোচনীয় অবস্থার মধ্যে পড়েছে। নিয়ন্ত্রিত উপায়ে জল ছাড়তে এবং জলাধারগুলির ধারণ ক্ষমতা বাড়াতে পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে DVC। জীবন ও সম্পত্তিহানি থেকে বাঁচতে, স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তুঙ্গে কেন্দ্র-রাজ্য চাপানউতোর। কটাক্ষ কংগ্রেসের। DVC’র দাবি, রাজ্য সরকারকে জানিয়েই জল ছাড়া হয়েছে। আবার রাজ্য সরকারের দাবি, জল ছাড়ার বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি। দু’পক্ষের এই তরজার মধ্যে, আখেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram