Morning Headlines: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবিতে সুপ্রিম কোর্টে BJP, তুঙ্গে পেগাসাস-তরজা | Bangla News

Continues below advertisement

বিজেপির (BJP) আবেদন খারিজ। কেন্দ্রীয় বাহিনী (Central Forces) ছাড়াই কলকাতা পুরভোট। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) বিজেপি।

১৬টি বরোর ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর ৭৮৬। কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election) উত্তেজনাপ্রবণ বুথের তালিকপ্রকাশ কমিশনের। রুটমার্চ কলকাতা পুলিশের।

কারও জন্য আইনশৃঙ্খলার অবনতি হলে থানায় জানান, অবাধ শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে হবে, বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবারে এত লিড কীভাবে? পাল্টা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ভোটের দিন বিজেপি প্রার্থীরা আক্রান্ত হলে কলকাতা অচল করার হুঁশিয়ারি। হলদিয়ায় রাস্তায় নেমে প্রতিরোধের ডাক শুভেন্দুর। শুধু গরম গরম কথা, জনভিত্তিও নেই, পাল্টা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

ভোট পরবর্তী সন্ত্রাসে নতুন এফআইআর দায়ের সিবিআইয়ের। বীরভূমে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযোগকারিণীর দাবির ভিত্তিতে এফআইআর দায়ের।

ভরসন্ধেয় ডায়মন্ডহারবারে শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূলকর্মী। ভর্তি হাসপাতালে। প্রতিবাদ করায় হামলা, অভিযোগ পরিবারের। গ্রেফতার ৩।

পেগাসাসকাণ্ডে (Pegasus Probe) রাজ্যের গঠিত তদন্ত কমিশনের কাজের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কাজ না করার মৌখিক আশ্বাসের পরেও কীভাবে কাজ শুরু? প্রশ্ন তুলে নোটিস জারি।

পেগাসাসকাণ্ড নিয়ে তথ্য চেয়েও মেলেনি। ১৮ ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাক রাজ্য, ট্যুইট রাজ্যপালের। তদন্তে সুপ্রিম কোর্টের গাইডলাইন মানবে রাজ্য, বললেন দোলা সেন।

কিছু সিদ্ধান্ত হয়তো ভুল নেওয়া হয়েছে। কিন্তু সরকারের উদ্দেশ্য সঠিক ছিল, মন্তব্য অমিত শাহের (Amit Shah)। দেশের ক্ষতি করে অবশেষে উপলব্ধি? কটাক্ষ সৌগত রায়ের।

ধর্ষণ যখন অবশ্যম্ভাবী, তখন তা উপভোগ করতে হয়, কর্ণাটকের কংগ্রেস বিধায়কের মন্তব্যে বিতর্ক। বহিষ্কার করুক কংগ্রেস, দামি স্মৃতি ইরানির। নিন্দা প্রিয়ঙ্কা গাঁধীর। ক্ষমা চাইলেন কে আর রমেশ কুমার।

সিঙ্গুরে বিজেপির ধর্নামঞ্চে তৃণমূলের শুদ্ধকরণ। বেচারাম মান্নার নেতৃত্বে ছেটানো হল গোবর, গঙ্গজল। কৃষকদের আগে ক্ষতিপূরণ দিক, পাল্টা শুভেন্দু।

শিক্ষায় রাজ্যের মুকুটে নতুন পালক। প্রাথমিকে দেশের শীর্ষে বাংলা। ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্ট। ট্যুইটে শিক্ষক, শিক্ষাকর্মীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর।

দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল। ডেল্টার থেকে দ্রুত গতিতে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৬০০ জন।

লখিমপুরকাণ্ডে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল সংসদ। লোকসভায় ওয়েলে নেমে বিক্ষোভ। সোমবার পর্যন্ত মুলতুবি রাজ্যসভা।

প্রধানমন্ত্রীর (Narendra Modi) মুকুটে নতুন পালক। নরেন্দ্র মোদিকে ভুটানের সর্বোচ্চ অসামরিক সম্মান। অতিমারির সময় পাশে থাকায় ধন্যবাদ। ট্যুইট ভুটানের প্রধানমন্ত্রীর।

বিরাট ইস্যুতে যাবতীয় সিদ্ধান্ত বোর্ডের হাতেই ছাড়ছেন সৌরভ। জোহানেসবার্গে পৌঁছে ফুরফুরে বিরাট ব্রিগেড। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram