Morning Headlines: সব পুরভোট একসঙ্গে করার দাবিতে মামলা, আজ হাইকোর্টে রায়দান | Bangla News

Continues below advertisement

পুরভোট মামলায় আজ হাইকোর্টে (Calcutta High Court) রায়দান। সব পুরভোট একসঙ্গে করার দাবিতে মামলা। আজ সকাল সাড়ে ১০টায় রায় দেবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election) সব ভোটগ্রহণ কেন্দ্র ও স্ট্রং রুমে বসাতে হবে সিসিটিভি (CCTV), নির্দেশ হাইকোর্টের। কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা বিজেপির। আজ শুনানি।

বিরোধী জোটে আরও ফাটল। ১০ নং জনপথে রাহুল গাঁধীর (Rahul Gandhi) সঙ্গে বিরোধীদের বৈঠকে শরদ পওয়ার। ডাকাই হল না তৃণমূলকে (TMC)। ডাকলেও যেতাম না, পাল্টা সুখেন্দুশেখর রায়।

পানাজি (Panaji) থেকে ফের কংগ্রেসকে (Congress) নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মোদিকে খুশি রাখার চেষ্টা, পাল্টা কংগ্রেস।

সাংসদদের সাসপেনশনে সংসদদের বাইরে বিরোধী ঐক্য। অন্দরে দূরত্ব। কংগ্রেসের বিক্ষোভের সময় অধিবেশনে অংশ নিল তৃণমূল। কংগ্রেসের সঙ্গে একসঙ্গে পথচলা নয়, জানাল তৃণমূল।

বারাণসীতে বিশ্বনাথ বন্দনায় প্রধানমন্ত্রী (Narendra Modi), গোয়ায় কটাক্ষ মমতার।

কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে ফুটবলার অ্যালভিটো (Alvito D'Cunha)। তুলে নিলেন জোড়াফুলের পতাকা। পানাজিতে কিম শর্মাকে (Kim Sharma) নিয়ে মমতার সভায় লিয়েন্ডার (Leander Paes)।

লখিমপুর কোর্টে (Lakhimpur Court) ছেলের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অপসারণ চায় কংগ্রেস। আবার ক্ষমা চাওয়ার সময় এসেছে, খোঁচা রাহুল গাঁধীর।

১২ বছরে সর্বোচ্চ পাইকারি মুদ্রাস্ফীতির (Inflation) হার। গত বছরে নভেম্বর মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ২.২৩ শতাংশ। চলতি বছরের নভেম্বরে বেড়ে হল ১৩.২৩ শতাংশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram