Morning Headlines: ১৯ ডিসেম্বরে কলকাতা-হাওড়ায় পুরভোট, সম্মতি দিল কমিশন | Bangla News

Continues below advertisement

১৯ ডিসেম্বরেই কলকাতা-হাওড়ায় পুরভোট। রাজ্যের প্রস্তাবে নির্বাচন কমিশনের সম্মতি। ১২ নভেম্বর বৈঠক। এমাসের শেষেই বিজ্ঞপ্তি।

হাওড়ার (Howrah) সঙ্গে ১৯ ডিসেম্বর ভোট হচ্ছে না বালিতে (Bally)। আলাদা হচ্ছে দুই পুরসভা। মন্ত্রীসভার বৈঠকেই সম্মতি। শুক্রবার সংশোধনী প্রস্তাব আসছে বিধানসভায়।

পুরভোট নিয়ে তৎপরতা শুরু বিজেপিতে (BJP)। প্রার্থী বাছাই থেকে প্রচারের জন্য কলকাতায় (Kolkata) চারটি, হাওড়ায় একটি কমিটি গঠন।

অর্থ দফতর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে অর্থ দফতরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্র।

রাজ্য মন্ত্রিসভায় রদবদল। জনস্বাস্থ্য দফতরের সঙ্গে পঞ্চায়েতের অতিরিক্ত দায়িত্বে পুলক রায়। ক্রেতা সুরক্ষা দফতরের বাড়তি দায়িত্ব মানস ভুঁইয়াকে (Manas Bhunia)।

কীভাবে জলের দরে মেট্রো ডেয়ারি বিক্রি? প্রশ্ন অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। সিবিআই চায় বিজেপিও (BJP)। গেরুয়া শিবিরের হাত শক্ত করার চক্রান্ত, পাল্টা তৃণমূল।

এবার বীরভূমের দেউচা পাচামির জন্য জমি অধিগ্রহণ করবে রাজ্য। সিঙ্গুরের মতো নয়, জমি দিলে ১০ হাজার কোটির প্যাকেজ, জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

একদিনেই সৌজন্য বদলালো সংঘাতে। শিল্পে লগ্নি নিয়ে শ্বেতপত্র চান রাজ্যপাল (Jagdeep Dhankhar)। শিল্প সম্মেলন নিয়ে বলার কে? ঘনিষ্ঠমহলে পাল্টা ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত ফের ৮০০ ছুঁইছুঁই। ১২ জনের মৃত্যু। ভ্যাকসিনেশন না হলে বাড়িতে গিয়ে খুঁজে বের করার নির্দেশ স্বাস্থ্য দফতরের।

ভ্যাকসিন (Corona Vaccine) নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে চিঠি। প্রথমে গ্রেফতার টাইপিস্ট। জেরা করে কেপিসির চিকিৎসক-সহ আরও ২জন গ্রেফতার।

এক্সাইড মোড়ের পর এবার মহেশতলা (Maheshtala)। রাস্তায় বাইক রাখা নিয়ে বচসা। যুবককে বেধড়ক মারধরে অভিযুক্ত এসআই। আদালতের দ্বারস্থ পরিবার।

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবরে বন্ধ ছট পুজো। বাঁশ দিয়ে ঘেরা হল সব গেট। বিকল্প জায়গার তালিকা দিয়ে কেএমডিএ-র (KMDA) নোটিস।

বাংলার নবম গ্র্যান্ডমাস্টার হলেন টালিগঞ্জের মিত্রাভ গুহ। দেশের ৭২-তম গ্র্যান্ডমাস্টার। সার্বিয়ায় ছুঁলেন মাইলস্টোন। শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram