Morning Headlines: ফের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি অতীন ঘোষ; চেয়ারপার্সন মালা রায় | Bangla News
কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) ফিরহাদ হাকিমেই (Firhad Hakim) আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ডেপুটি অতীন ঘোষ (Atin Ghosh)। ফের চেয়ারপার্সেন মালা রায় (Mala Roy)। মঙ্গলবার শপথ।
ফের মেয়র পারিষদ দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার (Debabrata Majumdar), তারক সিনহা (Tarak Sinha)। ১৩ জনের তালিকায় সন্দীপ, স্বপন, সন্দীপন, মিতালি, বৈশ্বানর। বাদ পড়লেন আগের তিন। আজ শপথ।
বরো কমিটিতে গুরুত্ব মহিলাদের। ১৬ জন চেয়ারম্যানের মধ্যে ৯ জনই মহিলা। দায়িত্বে নতুন ১০।
ভোটে জিতেই তৃণমূলে ফিরতে চান তিন নির্দল। অন্তর্ঘাত করে জয়, এখনই প্রত্যাবর্তন নয়, বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফেব্রুয়ারির মধ্যেই ১১৪টি বকেয়া পুরভোট চায় কমিশন। ২২ জানুয়ারি ৫ কর্পোরেশন, ২৭ ফেব্রুয়ারি বাকি পুরসভায় ভোট চেয়ে হাইকোর্টে প্রস্তাব।
পুরভোটে হিংসা, ভোটলুঠের অভিযোগে হাইকোর্টে (Calcutta High Court) ফের মামলা। ডিভিশন বেঞ্চে সিপিএম, বিজেপি। পদক্ষেপ নেওয়ার দাবি রাজ্য কমিশনের।
ভোটের রাতে গোয়াবাগানে কংগ্রেস প্রার্থীকে বিবস্ত্র করে মার। নিরাপত্তা দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। ৩ সপ্তাহে পুলিশকে তদন্ত শেষের নির্দেশ।
স্বাধীনতা দিবসের ৭৫ বছর উদযাপন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। ৩ ঘণ্টায় কিছুই বলতে দেওয়া হয়নি, অভিযোগ মমতার।
আবার সেই নিউটাউন। বড়দিনের আগে সাপুরজি বাসস্ট্যান্ডে প্রচুর বিস্ফোরকের হদিশ। অস্ত্র-সহ রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার দুই।
বাংলা-সহ ১৬টি রাজ্যে ওমিক্রনের (Omicron) হদিশ। আক্রান্ত ২৩৬। সবচেয়ে বেশি দিল্লি, মহারাষ্ট্রে। সমস্ত রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। উচ্চ পর্যায়ের বৈঠকে নরেন্দ্র মোদি।
ক্রমশ বাড়ছে ওমিক্রন। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ভোট পিছোতে কমিশন, প্রধানমন্ত্রীকে অনুরোধ এলাহাবাদ হাইকোর্টের। প্রচারেও লাগামের অনুরোধ।
প্রাথমিকের টেট-এ (Primary TET) প্রশ্ন ভুল মামলার নিষ্পত্তি। পোর্টাল খুলে ত্রুটি শোধরাবে বোর্ডই, ১৫ দিনের মধ্যে অভিযোগের নিস্পত্তির আশ্বাস পর্ষদের।
ফের কুলতলিতে বাঘের আতঙ্ক। গায়েনের চক এলাকায় পায়ের ছাপ। জলপাইগুড়িতে ছোট চা বাগানে চিতাবাঘের হানা।
বড়দিনের (Christmas) আগে আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট (Park Street)। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি। সেলফি-বিপত্তি এড়াতে কাপড়ে ঘেরা হল ফ্লাইওভার।