Morning Headlines: কলকাতা ফের তৃণমূলের, ছোট লালবাড়িতে ঘাসফুল ঝড় | Bangla News
কলকাতা ফের তৃণমূলের (TMC)। ছোট লালবাড়িতে ঘাসফুল ঝড়। দখলে পুরসভা, ৯৩ শতাংশেরও বেশি আসন।
বিধানসভা ভোট ছাপিয়ে পুরভোটে একাই তৃণমূল পেল ৭২ শতাংশ। ধস বিজেপির (BJP)। কিছুটা ঘুরে দাঁড়িয়ে বামেরা পেল ১২ শতাংশ। কংগ্রেস চার। জয়ের পরই কামাখ্যায় পুজো তৃণমূল নেত্রীর (Mamata Banerjee)।
কলকাতার ১৬টি বরোর সবকটিই তৃণমূলের দখলে। বড় জয় ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। জিতলেন অতীন ঘোষ, তারক সিনহা (Tarak Sinha), দেবাশিস কুমার-সহ সব বিদায়ী মেয়র পারিষদই।
কলকাতার পরবর্তী মেয়র কে? সিদ্ধান্ত বৃহস্পতিবার, জানালেন তৃণমূল নেত্রী।
ভোটপ্রাপ্তিতে বিজেপিকে পিছনে ফেলে ৬৫টি ওয়ার্ডে দ্বিতীয় বামেরা। ১৬টি ওয়ার্ডে দ্বিতীয় কংগ্রেস। মাটি হারিয়ে ৪৮টিতে দ্বিতীয় পদ্ম। ছাপ ফেলল নির্দল।
একবছরে কী করলাম, কী পারলাম না - মানুষকে জানাতে বেরোবে রিপোর্ট-কার্ড। এবিপি আনন্দে জানালেন ফিরহাদ হাকিম।
তৃণমূল ঝড়ে প্রায় নিশ্চিহ্ন বিজেপি, ১১৬ জন বিজেপি প্রার্থীরই জমানত বাজেয়াপ্ত, কংগ্রেসের (Congress) ১১২ জন, বামেদের ৯৭ জন প্রার্থীও ধরাশায়ী।
৩৬ বছর পর ৯৮ নং ওয়ার্ডে বাম-দুর্গের পতন। জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। নেতাজিনগরে বাম ও বাস্তুহারা সমিতির দফতর দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
ভোটে সফল নেতানেত্রীর পরিবার। জয়ী চন্দ্রিমা-পুত্র, শশী-কন্যা। সপরিবারে জয়ী তারক সিনহা, সস্ত্রীক বৈশ্বানর। জয়ের পরে কলকাতা সফরে ফিরহাদ।
হলদিয়া (Haldia) আইওসি প্লান্টে বিধ্বংসী আগুন। তিনজনের মৃত্যু। অগ্নিদগ্ধ ৪৪। গ্রিন করিডোরে ২৮ জনকে আনা হল কলকাতায়। তদন্তের নির্দেশ পেট্রোলিয়াম মন্ত্রীর।
কলকাতা-সহ ৮ মেট্রো শহরে করোনা আক্রান্ত হলেই নজরদারি। সিটি ভ্যালু ৩০-র নীচে থাকলেই জিন পরীক্ষা, নির্দেশ স্বাস্থ্য দফতরের।
২৩ এপ্রিল রাজ্যের জয়েন্ট। ২৪ ডিসেম্বর থেকে আবেদন করা যাবে অনলাইনে, বিজ্ঞপ্তি দিয়ে জানাল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
দেশে ওমিক্রন (Omicron) আক্রান্ত ২০০ পার। স্থানীয় স্তরে কনটেনমেন্টে জোর দিতে নির্দেশ কেন্দ্রের। মার্কিন মুলুকে ওমিক্রনে প্রথম মৃত্যু।
আইএসএলের (ISL) ফিরতি ডার্বি ২৯ জানুয়ারি। ফতোরদায় মুখোমুখি এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। দ্বিতীয় লেগের ক্রীড়াসূচি প্রকাশ।ফিরতি ডার্বি ২৯ জানুয়ারি