Morning Headlines: 'কেন্দ্রীয় বাহিনী দিয়ে কলকাতা পুরভোট নয়', BJP-র আর্জি খারিজ করে জানাল হাইকোর্ট | Bangla News

Continues below advertisement

কেন্দ্রীয় বাহিনী (Central Forces) দিয়ে কলকাতা পুরভোট (Kolkata Municipal Election) নয়, আস্থা রাজ্য পুলিশেই। বিজেপির (BJP) আর্জি খারিজ করে জানাল হাইকোর্ট। রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে বিজেপি। আজ শুনানি।

পুলিশ নয়, বাংলায় মানুষের রাজ, প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। দায়িত্ব আরও বাড়ল কমিশনের। ভোটে বাধা দিলে প্রতিরোধ, হুঙ্কার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ভোটে ভরাডুবি জেনে প্ররোচনা, পাল্টা কুণাল ঘোষ।

মাটির দিকে তাকিয়ে চলতে হবে, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ভয় দেখিয়ে ভোট করলে দল বার করে দেবে, রোড শো থেকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এতদিন কী করছিলেন? কটাক্ষ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।

সিঙ্গুরে তৃতীয় দিনে ধর্নায় বিজেপি। নবান্ন (Nabanna) পর্যন্ত কৃষক মার্চের হুঁশিয়ারি সুকান্তর। শীতকালে ঘুরতে যাচ্ছে। উঁচু থেকে দেখতে ভালো লাগে, পাল্টা কুণাল (Kunal Ghosh)।

আত্মহত্যা বা দুর্ঘটনায় নিহত কতজন এমএসএমই ব্যবসায়ী? তথ্য নেই, অভিষেকের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র। মানুষের দুর্দশায় হেলদোল নেই, আক্রমণ তৃণমূলের (TMC)।

পঞ্চায়েত-লোকসভা নির্বাচনে বিরোধী মোকাবিলায় দলের কর্মীদের লাঠি ধরার পরামর্শ কোচবিহারের (Cooch Behar) তৃণমূলের জেলা সভাপতির।

তৃণমূলে যোগ হাওড়ার বিজেপির প্রাক্তন জেলা সভাপতির। বহিষ্কৃত হওয়ার আগে তৃণমূল সান্নিধ্য প্রমাণ করুন শুভেন্দু, হুঙ্কার সুরজিতের। একসঙ্গে কাজ করব, প্রতিক্রিয়া অরূপ রায়ের।

লখিমপুরকাণ্ডে উত্তাল সংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ক্রিমিনাল, সংসদে রাহুল গাঁধীর (Rahul Gandhi) মন্তব্যে হইচই। সংসদ চালাতে দিচ্ছে না, পাল্টা বিজেপি।

সন্ত্রাসে ফের মুখ পুড়ল পাকিস্তানের (Pakistan)। জঙ্গি রুখতে ইসলামাবাদের ভূমিকা  নগণ্য, মুম্বই হামলার মাস্টারমাইন্ডের সাজা দিতেও করেনি পদক্ষেপ, উল্লেখ মার্কিন বিদেশমন্ত্রকের রিপোর্টে।

বেসরকারিকরণের প্রতিবাদে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। রাজ্যে বন্ধ অধিকাংশ এটিএম। দুর্ভোগে গ্রাহকরা। অনেক আগেই ঘোষিত কর্মসূচি, দাবি ধর্মঘটীদের।

ওমিক্রন (Omicron) আক্রান্ত মুর্শিদাবাদের শিশুর দ্বিতীয় রিপোর্টও নেগেটিভ। থাকতে হবে হোম আইসোলেশনে। কেরল ও দিল্লিতে আরও ৬ আক্রান্তের হদিশ। মুম্বইয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত জারি ১৪৪ ধারা।

বিরাট-ইস্যু স্পর্শকাতর বিষয়, নজর রাখছে বোর্ড। প্রয়োজনীয় পদক্ষেপ করবে বোর্ড, জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

বিরাট-বিতর্কের মধ্যেই দক্ষিণ আফ্রিকা পৌঁছল টিম ইন্ডিয়া। সপরিবারে পৌঁছলেন বিরাট কোহলিও (Virat Kohli)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram