Morning Headlines: আজ কলকাতা পুরভোট, নিরাপত্তা নিয়ে তৎপর কমিশন | Bangla News

Continues below advertisement

আজ পুরভোট (Kolkata Municipal Election)। ডিজি, সিপি-র কাছে প্রতি ঘণ্টায় রিপোর্ট তলব কমিশনের। বকেয়া ভোট নিয়ে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক।

ভোট সুরক্ষায় কলকাতায় সাড়ে ২৩ হাজার পুলিশ। ভোটের দিন ২০০টি পুলিশ পিকেট। ১৮টি স্পেশাল কুইক রেসপন্স টিম, চালু কমিশনের কন্ট্রোল রুম।

ভোটের আগে কড়া নিরাপত্তার ঘেরাটোপে কলকাতা (Kolkata)। ৫০টি এলাকা চিহ্নিত করে নাকা চেকিং। শহরে ঢোকার মুখে নজরদারি। অস্ত্র-সহ দুজন গ্রেফতার।

আজ পুরভোট। ১৪৪টি ওয়ার্ডে ১৬টি ডিসিআরসি-তে (DCRC) চূড়ান্ত ব্যস্ততা। তৈরি প্রায় সাড়ে ৬ হাজার ইভিএম। ভোটকর্মীদের জন্য মাস্ক, স্যানিটাইজার।

ভোট লুঠের আশঙ্কায় হুঁশিয়ারি বিজেপির (BJP)। হারের অজুহাত, পাল্টা তৃণমূল (TMC)।

ভোটের আগের রাতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। উত্তপ্ত হরিদেবপুর। অভিযোগ, পাল্টা অভিযোগ।

মেয়াদের আগে শুরু হওয়া 'মা ক্যান্টিন' প্রকল্পে কীভাবে অর্থ বরাদ্দ? কোন তহবিল থেকে কত খরচ? জানতে চেয়ে অর্থসচিবকে চিঠি রাজ্যপালের (Jagdeep Dhankhar)। অনধিকার চর্চা, কটাক্ষ সৌগত রায়ের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram