Morning Headlines: কলকাতা পুরভোটের সমস্ত বুথের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ হাইকোর্টের। Bangla News

Continues below advertisement

কলকাতা পুরভোটের সব বুথের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। বকেয়া পুরভোটেও সমস্ত বুথে লাগাতে হবে সিসিটিভি। রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হওয়াতেই কি কলকাতা পুরভোটে এত অভিযোগ? বকেয়া পুরভোটে যেন অশান্তি না হয়। রাজ্য নির্বাচন কমিশনারকে সতর্ক করলেন রাজ্যপাল, সূত্রের খবর।

হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করার বিল নিয়ে ফের বিতর্ক। সই করেছেন রাজ্যপাল, হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল। বিল এখনও তাঁর বিবেচনাধীন, ট্যুইট রাজ্যপালের।

রাজ্য-রাজভবন বেনজির সংঘাত। অনুমোদন ছাড়াই উপাচার্য নিয়োগ। ইউজিসিকে দিয়ে তদন্ত চান রাজ্যপাল। ধনকড়কে সরিয়ে মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী আচার্য করার ভাবনা সরকারের, জানালেন ব্রাত্য।

কলকাতায় সংগঠন দুর্বল। ভাল ফল হবে না জানতাম। জেলায় এমন হবে না। দিলীপের মন্তব্যে অস্বস্তিতে বিজেপি। বিজেপি-বামেরা শূন্যয় পরিণত হবে, পাল্টা মলয় ঘটক।

পুরভোটে বিপুলভাবে জয়ী হবে বিজেপি। মুকুল রায়ের মন্তব্যে ধোঁয়াশা। অসংলগ্ন কথা, পিএসি চেয়ারম্যান পদে থাকা নিয়ে ভেবে দেখব, প্রতিক্রিয়া পার্থর। তৃণমূলেই আছেন, দাবি ছেলে শুভ্রাংশুর।

ওমিক্রন আক্রান্ত কি না জানতে রাজ্যে চালু হচ্ছে বিশেষ আরটিপিসিআর টেস্ট। S জিন মিসিং আরটিপিসিআর পরীক্ষায় মিলবে সংক্রমণের ইঙ্গিত, দাবি রাজ্য স্বাস্থ্য দফতরের।

১৭ তম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডেও ওমিক্রন। দেশে একদিনে আক্রান্ত ১২২, মোট আক্রান্ত ৩৫৮। উত্তরপ্রদেশে ভোট পিছোতে প্রধানমন্ত্রী-নির্বাচন কমিশনকে আবেদন এলাহাবাদ হাইকোর্টের। 

কুলতলির গরানকাঠির জঙ্গলে বাঘের আতঙ্ক। মিলেছে পায়ের ছাপ, দাবি স্থানীয়দের। জাল দিয়ে এলাকা ঘিরে খাঁচা পাতল বন দফতর। আতঙ্কে গ্রামবাসীরা।

আজ বড়দিন। বিশ্বজুড়ে উৎসবের আমেজ। গির্জায় গির্জায় প্রার্থনা।  আলোর মালায় পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বো-ব্যারাক। নিরাপত্তায় ৩ হাজার পুলিশকর্মী। 

লন্ডন, নরওয়ে, ফ্রান্স, স্পেন, জার্মানি, গ্রিসে ক্রিসমাস সেলিব্রেশন।

দুর্গাপুর সিটি সেন্টারে শুরু খাইবার পাস। রসনা বিলাসী বাঙালির সেরা ঠিকানা। কবি গুরুর ময়দানে চলবে রবিবার পর্যন্ত। 

২২-এ পা রাখার আগে ঘুরে দেখা সাল শেষের তিলোত্তমা। পূজারিণী ঘোষের সঙ্গে গানে, আড্ডায় উপল, ঐশ্বর্য, শায়রী, আর্শিয়া। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram