পর্ণশ্রীতে শ্বশুরবাড়ির শৌচাগার থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

Continues below advertisement
পর্ণশ্রী থানার মহারানি ইন্দিরা দেবী রোডে শ্বশুরবাড়িতে বধূর রহস্যমৃত্যু। শৌচাগার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। বছর ঊনত্রিশের বধূর নাম বাসবী শীল। স্থানীয় সূত্রে খবর, বছর পাঁচেক আগে ব্যবসায়ী অভিষেক শীলের সঙ্গে বিয়ে হয় বাসবীর। দম্পতির সাড়ে ৩ বছরের একটি শিশুকন্যা রয়েছে। অভিযোগ, আজ সকালে রুটি করা নিয়ে স্বামীর সঙ্গে বচসা হয়। এরপর স্বামী-শ্বশুর কাজে বেরিয়ে যান। শাশুড়িকে নাতনিকে স্কুল থেকে আনতে যান। ফিরে এসে, শৌচাগারে পুত্রবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে দাবি। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram