নৈহাটি বিস্ফোরণ: ‘বাজি-বোমাকে এক করে দেখতে পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ’, কটাক্ষ সেলিমের
নৈহাটিতে বাজেয়াপ্ত বাজি পুলিশ নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ। গঙ্গার রামঘাটে পুলিশ বাজি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ। নৈহাটি ছাড়াও কেঁপে উঠল চুচুঁড়া। প্রতিবাদে পুলিশের ২টি গাড়িতে আগুন। চুঁচুড়ার চন্দননগর পুলিশ কমিশনারকে ঘিরে বিক্ষোভ। ৩ তারিখ নৈহাটির দেবকে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৪জনের মৃত্যু হয়। তারপরেই বেআইনি বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। গঙ্গার পাড়ে পুলিশ সেই বাজেয়াপ্ত বাজি নিষ্ক্রিয় করার সময়ই বিস্ফোরণ।
Tags :
Left Leader Md Selim Fireworks Defusal Huge Explosion Chinsurah Naihati ??? ????? Mamata Govt Abp Ananda