নেতাজির আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হোক জন্মশতবর্ষের মূল কর্মসূচি, বার্তা অমর্ত্য সেনের
সোমবার নেতাজি (Netaji Subhas Chandra Bose) জন্মশতবর্ষ কমিটির বৈঠক হয়। নবান্নে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বৈঠকে সুগত বসু (Sugata Bose) বলেন, অমর্ত্য সেনের সঙ্গে আমার কথা হয়েছে। অমর্ত্য সেন (Amartya Sen) জানিয়েছেন, নেতাজির জীবন, কীর্তি ও আদর্শ যেন আলোচনার কেন্দ্রে থাকে। এছাড়াও নেতাজির ঐক্য ও সাম্যের আদর্শ কীভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়েও আলোচনার বার্তা দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
Tags :
Netaji Birthday Update Netaji Birthday Celebrations Netaji Cenetary Birthday Celebrations Netaji Subash Chandra Bose Amartya Sen ABP Ananda LIVE Netaji Abp Ananda Netaji Birthday