করোনা আতঙ্কে বিশেষ নির্দেশিকা ইউজিসির, শান্তিনিকেতনে স্থগিত বসন্তোৎসব
Continues below advertisement
ঠিক ছিল বসন্তোৎসব হবে দোলের দিনই। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। স্থগিত শান্তিনিকেতনের বসন্ত উৎসব। করোনা ভাইরাসের আতঙ্কে বড় জমায়েত এড়ানোর পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। তাদের অ্যাডভাইসরিতে বলা হয়েছে, গত ২৮ দিনের মধ্যে যেসব কর্মী বা পড়ুয়া নোভেল করোনা ভাইরাস আক্রান্ত দেশ সফর করেছেন বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাঁদের ১৪ দিনের জন্য বাড়িতে নজরদারিতে রাখতে হবে। ক্যাম্পাসে এড়াতে হবে বড় জমায়েত। এই অ্যাডভাইসরি নিয়ে শুক্রবার বৈঠকে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই বৈঠকেই বসন্ত উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Continues below advertisement
Tags :
Spring Festival Spring Festival Cancelled At Visva Bharati Shantiniketan Basantautsav Visva Bharati University ABP News Shantiniketan