তৃণমূলে ফিরেও বিতর্কে হুমায়ূন কবীর, এফআইআর দায়ের রেজিনগরের ওসির
Continues below advertisement
তৃণমূলে ফেরার পরেও বিতর্কে হুমায়ুন কবীর। হুমায়ূনের বিরুদ্ধে এফআইআর রেজিনগরের ওসির। মহামারী আইন ভেঙে সভা করার অভিযোগ। সেই সভা থেকে পুলিশকে কটূক্তি, হুমকিরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। "মানুষের সঙ্গে কাজ করায় আগেও ২৪টি মামলা হয়েছে। আরেকটা মামলা যোগ হলো," প্রতিক্রিয়া তৃণমূল নেতার।
Continues below advertisement