বিধি মেনে চলতে পারে এক-চতুর্থাংশ লোকাল ট্রেন, সামাজিক দূরত্ব মেনে মেট্রো চললে আপত্তি নেই রাজ্যের
Continues below advertisement
সেপ্টেম্বর মাসে লকডাউনের নতুন দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে তিনি বলেন, ‘৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে ফের পূর্ণ লকডাউন হবে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে স্কুল-কলেজ। পাশাপাশি তিনি এও জানান যে বিধি মেনে চলতে পারে এক-চতুর্থাংশ লোকাল ট্রেন, আপত্তি নেই সামাজিক দূরত্ব মেনে মেট্রো চলাচল করলেও। এবিষয়ে মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে কথা বলতে পারে বলেও জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন হটস্পট শহর থেকে সপ্তাহে ৩দিন বিমান চললেও তাঁর আপত্তি নেই।
Continues below advertisement
Tags :
Lockdown In September 9th September Lockdown 12th September Lockdown 11th September Lockdown ABP Live Metro Local Train Abp Ananda CM Mamata Mamata Banerjee