পেঁয়াজের মূল্যবৃদ্ধি: লেক মার্কেটে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও টাস্ক ফোর্স, কথা কাটাকাটি বিক্রেতাদের সঙ্গে

Continues below advertisement
রাজস্থান-কর্ণাটক থেকে চলতি মাসের শেষেই রাজ্যে আসছে পেঁয়াজ। চাহিদা ও জোগানের ফারাক মিটলেই কমবে পেঁয়াজের দাম। মনে করছে নবান্ন। এদিকে, আজ লেক মার্কেটে যান এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও টাস্ক ফোর্সের সদস্যরা। কথা বলেন ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে। সবজির দাম বেশি নেওয়ায় বিক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি হয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও টাস্ক ফোর্সের সদস্যদের। ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এদিকে, নবান্ন সূত্রে খবর, রাজ্যে চলতি মরসুমে মোট পেঁয়াজের চাহিদা সাড়ে ৯ লক্ষ মেট্রিক টন। ২০১১ পর্যন্ত রাজ্যে মোট পেঁয়াজ উত্পাদন হত আড়াই লক্ষ মেট্রিক টন। চলতি বছরে চাহিদার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৬ লক্ষ মেট্রিক টন। ঘাটতি প্রায় ৩ লক্ষ মেট্রিক টনের। যার ৮৫ শতাংশের জোগান আসে মহারাষ্ট্রের নাসিক থেকে। এবার ওই রাজ্যে বন্যার কারণে জোগান ব্যাহত হয়েছে। প্রায় ১৮ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ পচে নষ্ট হয়ে গিয়েছে। নবান্ন সূত্রে খবর, বিকল্প পথের সন্ধান মিলেছে। এমাসের শেষে রাজস্থান ও কর্ণাটক থেকে রাজ্যে আসছে পেঁয়াজ
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram