পঞ্চসায়রে মহিলাকে 'গণধর্ষণের' ঘটনায় নির্যাতিতার অসুস্থতার কথা জানালেন মা
Continues below advertisement
রাতের কলকাতায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ। গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। ‘পঞ্চসায়র এলাকার হোমে থাকতেন ওই মহিলা’।‘মঙ্গলবার রাতে হোমের বাইরে আসেন মহিলা’।‘জোর করে মহিলাকে একটি গাড়িতে তোলে ২ ব্যক্তি’। ‘পঞ্চসায়র থেকে সোনারপুরের দিকে নিয়ে যাওয়া হয়’। ‘গণধর্ষণের পর মহিলাকে রাস্তায় ফেলে যায় অভিযুক্তরা’। ‘সোনারপুর থেকে ট্রেন ধরে বালিগঞ্জ পৌঁছন মহিলা’। ‘বালিগঞ্জ স্টেশন থেকে গড়িয়াহাটে আত্মীয়ের বাড়িতে যান’। পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের মহিলার পরিবারের।
Continues below advertisement