Pension Problem: স্কুলের শিক্ষকদের পেনশন সমস্যা মেটাতে বৈঠক রাজ্যের, বেঁধে দেওয়া হল নির্দিষ্ট তারিখ।Bangla News

Continues below advertisement

অবসর নেওয়ার পরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের একাংশ পেনশন পাচ্ছেন না! এই অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিল নবান্ন। জট কাটাতে গতকাল অর্থ দফতরের সঙ্গে ডিপার্টমেন্ট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইনসিওরেন্সের আধিকারিকদের বৈঠক হয়। সূত্রের খবর, সিদ্ধান্ত হয়েছে, ৩ মাসের বেশি সময় ধরে যাঁদের পেনশন ফাইল আটকে, তাঁদের সবার পেনশন ফাইল আগামী ১১ মার্চের মধ্যে রিলিজ করতে হবে। এরপর জানুয়ারির ২২ তারিখ অবধি যাঁদের পেনশন ফাইল আটকে, তাঁদের ফাইল রিলিজ করতে হবে ২৫ মার্চের মধ্যে। আর ফেব্রুয়ারির ২২ তারিখ অবধি যাঁদের পেনশন ফাইল আটকে, তাঁদের ফাইল রিলিজ করতে হবে ১৫ এপ্রিলের মধ্যে। ফাইল রিলিজ হলেই তা অর্থ দফতরের হাতে পৌঁছবে। সেই মতো সদর্থক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে নবান্ন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram