স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতায় মোদি
Continues below advertisement
স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২০-র চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, দৈনন্দিন জীবনে আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হই, তার মোকাবিলা করার প্ল্যাটফর্ম তৈরি করেছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন। এই আলাপচারিতায় সরকারের তরফে কীভাবে প্রযুক্তিতে জোর দিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নয়ন করা হচ্ছে, সেকথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
Continues below advertisement
Tags :
MLR Institute Of Technology JECRC University Hackathon 2020 ABP Live Jaipur HYDERABAD Abp Ananda India Narendra Modi PM Modi