পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত দুই পড়ুয়া সঙ্কটজনক, একজন রয়েছে একমো সাপোর্ট সিস্টেমে
Continues below advertisement
পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত দুই পড়ুয়ার অবস্থা এখনও সঙ্কটজনক। দু’জনকেই রাখা হয়েছে ভেন্টিলেশনে। এদের মধ্যে ৬ বছরের পড়ুয়ার পাঁজরের চারটি হাড় ভেঙেছে। ফুসফুস থেকে কাদাজল সম্পূর্ণ বের করা যায়নি। ফুসফুসে ও মস্তিষ্কের অনেক জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। ৭ বছরের আরেকটি শিশুর অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও, তারও এখনও সঙ্কট কাটেনি। জানা গিয়েছে, গতি বাড়াতে পুলকারের স্পিড লিমিটারের তার খুলে নেওয়া হয়েছিল। গাড়ির বনেটে লাগানো তারহীন স্পিড লিমিটার। নিয়ম অনুযায়ী, পুলকারের ক্ষেত্রে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতি নির্দিষ্ট করা রয়েছে। এক্ষেত্রে স্পিড লিমিটারের তার খুলে গাড়ির গতি বাড়ানোর চেষ্টা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গতকাল পোলবা থানায় গিয়ে গাড়িটিকে পরীক্ষা করেন মোটর ভেহিকলসের অফিসাররা। এই ঘটনায় ইতিমধ্যেই পুলকার চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, গুরুতর আঘাত ও অনিচ্ছাকৃত হত্যার চেষ্টা সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দুর্ঘটনায় জখম পুলকার চালক সুস্থ হলেই তাঁকে গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি, মোটর ভেহিকলসের পুলকার রিপোর্ট পেলে গাড়ি মালিকের বিরুদ্ধেও মামলা রুজু করা হবে
Continues below advertisement