পোলবা দুর্ঘটনার পর আইআইটির পুলকার-পরামর্শ গুলি কী কী, জেনে নিন বিস্তারিত

Continues below advertisement

পুলকার নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া যায়, তা খড়গপুর আইআইটি-র বিশেষজ্ঞদের কাছে জানতে চেয়েছিল পরিবহণ দফতর।  সেই পরামর্শ পাঠিয়েছে খড়গপুর আইআইটি।  সূত্রের খবর, হাই সিকিওরিট নম্বর প্লেট, নির্দিষ্ট অ্যপ চালু সহ একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

খড়গপুর আইআইটির পরামর্শে বলা হয়েছে,

পুলকারে হাই সিকিওরিটি নম্বর প্লেট থাকতে হবে। যাতে পুলিশ চাইলে যে কোনও সময় নির্দিষ্ট পুলকারকে ট্র্যাক করতে পারে।

জেলাভিত্তিক পুলকার অ্যাপ এর প্রস্তাব দেওয়া হয়েছে। যে অ্যাপ এর মাধ্যমে পুলকার এর অবস্থান ও তথ্য জানতে পারবেন অভিভাবকরা।

সংশ্লিষ্ট স্কুলের নাম পুলকারের সামনে ও পিছনে দৃশ্যমান ভাবে লিখে রাখতে হবে।

স্কুলের কাছে যেন পুলকারের চালক সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে।

ফিটনেস সার্টিফিকেট দেওয়ার সময় পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করে রাখতে হবে ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram