তালাবন্ধ বাড়ি, নাম জড়াতেই উধাও পোলবা দুর্ঘটনায় পুলকারের মালিক শ্রীরামপুরের শামিম আফরোজ
Continues below advertisement
শুক্রবার সকালে প্রথমে পুলকারটি চালান শামিম আফরোজ আখতার নামে শ্রীরামপুরের এক ব্যক্তি। তিনিই বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের গাড়িতে তোলেন। ঘটনার পর থেকে নিখোঁজ শামিম আফরোজ আখতার। তাঁর বাড়ির সামনের ছবি তুলে ধরেছে এবিপি আনন্দের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ।
Continues below advertisement