করোনা আক্রান্ত হয়ে মৃত্যু নোদাখালি থানার কনস্টেবলের, সংক্রমিত আরও ১০ পুলিশকর্মী
Continues below advertisement
করোনা ফের প্রাণ কাড়ল এক পুলিশকর্মীর। এবার মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার কনস্টেবলের। মৃতের নাম আশুতোষ সরকার। পুলিশ সূত্রে খবর, নোদাখালি থানার ৩ জন আধিকারিক, ৪ জন কনস্টেবল ও ৩ জন সিভিক ভলেন্টিয়ার করোনা আক্রান্ত। খবর প্রকাশ্যে আসতেই গোটা থানা চত্বর জীবাণুমুক্ত করা হয়।
Continues below advertisement
Tags :
Corona Infected Police Nodakhali Police Constable ABP Live Sanitization COVID Police Station Abp Ananda