ত্রাণ বিলি করতে বিজেপি নেতা সব্যসাচী দত্তকে বাধা, দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল
Continues below advertisement
লকডাউনে ত্রাণ বিলি নিয়ে রাজনৈতিক তরজা। করোনার ত্রাণ বিলি করায় পুলিশ হুমকি দিয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। তাঁর কথায়, পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়া ত্রাণ বিলি করতে নিষেধ করেছে পুলিশ। এদিন সকালে সব্যসাচী দত্তের বাড়ি যান বিজেপি রাজ্য সভাপতি নেতা দিলীপ ঘোষ। সেখানে ত্রান বিলি করা নিয়ে পুলিশ কর্মীদের কথা কাটাকাটিও হয় তাঁর। পুলিশের বিরুদ্ধে সব্যসাচী দত্ত তোপ দেগে বলেন, তৃণমূল নেতারা ত্রাণ বিলি করলে প্রশাসন কিছু বলছে না। আপত্তি শুধু তাঁদের ক্ষেত্রে। এদিন তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষ বলেন, সেবার নামে মুখ্যমন্ত্রী এতদিন রাজনীতিই করছিলেন। তাঁর কথায়, যদি পুলিশের ধারণা হয় তৃণমূল রাস্তায় বেরোলে করোনা হবে না, আর বিজেপি বেরোলে করোনা হবে তাহলে সেটা ভুল ধারণা। দিলীপ ঘোষের প্রশ্ন, সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, বিজেপি নেতাদের সামনে দেখা যাচ্ছে না আর এখন দেখা গেলে তাঁদের অসুবিধা হচ্ছে?
Continues below advertisement
Tags :
Distribution Of Essential Items Sabyasachi Dutta Salt Lake Kolkata Police Politics Abp Ananda Lockdown Covid-19 BJP TMC Dilip Ghosh