বর্ধমান-হাওড়া কর্ড শাখায় ডাউন লাইনে ফাটল, স্থানীয় বাসিন্দার তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা লোকালের
Continues below advertisement
বর্ধমান-হাওড়া কর্ড শাখায় পাল্লা রোড স্টেশনের কাছে ডাউন লাইনে ফাটল। স্থানীয় বাসিন্দার তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা লোকালের। সকাল ৭টা ৫৬ মিনিটে ঘটনাটি ঘটে। পাল্লা রোড স্টেশনের কাছে বর্ধমান-হাওড়া কর্ড লাইনে ফাটল দেখতে পান স্থানীয় এক যুবক। কিছুটা দূরেই ছিলেন লাইন ম্যান। ওই যুবক বিষয়টি তাঁকে জানালে, ওই রেল কর্মী সেইসময় ওই লাইন দিয়ে যাওয়া বর্ধমান-হাওড়া কর্ড লাইন লোকালটিকে থামান। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের ইঞ্জিনিয়ররা। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ।
Continues below advertisement